শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২০, ২০১৭

 

স্পোর্টস ডেস্ক :আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার বেলা ১১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বিসিবির নির্বাচক প্যানেল এ স্কোয়াড ঘোষণা করেন।

স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন নাসির হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শুভাশীষ রায় ও সাইফ উদ্দিন।

আগামী ১ জুন ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। ২০০৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও বাংলাদেশসহ এ টুর্নামেন্টে খেলবে নিউজিল্যান্ড। এর আগে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।

২৬ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।