g বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৪ই আগস্ট, ২০১৭ ইং ৩০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১১, ২০১৭

---

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় লাগা আগুন দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। দুপুর সাড়ে ৩টায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

পলাশ চন্দ্র মোদক জানান, আগুন নিভে গেছে। তবে ধোঁয়া আছে। শীতাতপ নিয়ন্ত্রিত ভবন হওয়ায় ধোঁয়া বের করতে সময় লাগছে। ফায়ার সার্ভিস ও সিভিল এভিয়েশনের নিজস্ব দমকল বাহিনীর সদস্যরা ধোঁয়া বের করতে কাজ করছেন।

এদিকে আগুন ও প্রচণ্ড ধোঁয়ার কারণে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। তবে অন্যান্য ফ্লাইট অবতরণ করছে। শাহজালাল বিমানবন্দরের অনুসন্ধান বিভাগ থেকে  এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ এএসপি আফতাব  বিষয়টি নিশ্চিত করেছেন।