ইংরেজি গানের সঙ্গে পাদ্রির নাচ, ভিডিও ভাইরাল
---
অনলাইন ডেস্ক : গির্জার সামনে সাউন্ডবক্সে বাজছে ইংরেজি একটি গান। তার পাশে নাচছে একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেই গির্জার পাদ্রি। একেবারে পেশাদার নৃত্যশিল্পীর মতো হেলেদুলে মাতিয়ে তুলেছেন শিক্ষার্থীদের। ভাবছেন, কোনো সিনেমার দৃশ্য। মোটেও নয়। ঘটনা সত্যি।
গত ২৭ জুন ভারতের কেরালা রাজ্যে পাদ্রির সেই নাচের ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন শাইন অ্যান্টোনি নামের এক ব্যক্তি। এর পর থেকেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
ভিডিওটিতে দেখা যায়, ফাদার মার্টন ডি সিলভা নামের ওই পাদ্রি সাদা পোশাক পরে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের সঙ্গে নেচে চলেছেন। শিক্ষার্থীরাও তাঁর সঙ্গে নাচতে পেরে খুবই উল্লসিত।
ফেসবুকে পোস্ট হওয়ার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক মিনিটের এই ভিডিও দেখা হয়েছে দুই লাখ ৩৫ হাজার ৯৭২ বার। এতে লাইক পড়েছে ৪৩ হাজার। আর ফেসবুক থেকে শেয়ার হয়েছে তিন হাজার ৯৬৭ বার।
নাচে অংশ নেওয়া পাদ্রির ভিডিও এর আগেও ফেসবুকে প্রকাশ করেছিলেন শাইন অ্যান্টোনি। চার মাস আগে হিন্দি গানের সঙ্গে এক পাদ্রির নাচের ভিডিও প্রকাশ করেছিলেন তিনি।
ദേ വേറൊരു അച്ചന്റെ ഡാൻസ്എടവനക്കാട് പള്ളിയിലെ കൊച്ചച്ചന്റെ കിടിലൻ ഡാൻസ്….Fr Merton D Silva
Posted by Shine Antony on Monday, June 26, 2017