বৃষ্টি বাড়বেই
---
নিজস্ব প্রতিনিধি : আষাঢ়ের আগেই এবার বর্ষার দেখা মিলেছে। প্রায় প্রত্যেক দিনই ভিজিয়ে নিচ্ছে রাজধানীসহ সারাদেশ। সোমবারও এ ধারা অব্যাহত রয়েছে। সকাল থেকে ঝুম বৃষ্টিতে কর্মমুখী মানুষেরা চরম বিড়ম্বনায় পড়েন। ঢাকার বেশিরভাগ সড়কে হাঁটু পানি দেখা গেছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর আপাতত কোনো সুখবর দিতে পারছে না। আবহাওয়াবিদ বজলুর রশিদ পরিবর্তন ডটকমকে বলেন, ‘এখন বর্ষা চলছে, থেমে থেমে এমন বৃষ্টি নিয়মিতই হবে। কমার সম্ভাবনা নেই বরং আরো বাড়তে পারে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুধু ঢাকা নয়, রাজশাহী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এজন্য সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক হতে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।