তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা

---
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়।
পূর্বাভাসে আরো বলা হয়, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যস্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।
আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে বাংলাদেশে ভাস্কর্য অপসারণ
কমতে কমতে ব্যাংকগুলোর সুদের হার এখন তলানীতে (ভিডিও)



সরকারি চাকরিজীবীদের বেতন বোনাস ২০ জুন





