বৃহস্পতিবার, ২২শে জুন, ২০১৭ ইং ৮ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ইরাকে ফরাসি ও কুর্দি সাংবাদিক নিহত

AmaderBrahmanbaria.COM
জুন ২০, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি মসুলে মাইন বিস্ফোরণে ফরাসি সাংবাদিক স্টেফান ভিলেনেউভে ও কুর্দি সাংবাদিক বখতিয়ার আদাদ নিহত হয়েছেন। মঙ্গলবার সরকারি টিভি চ্যানেল ফ্রান্স টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান একথা জানিয়েছেন।

ফ্রান্স টেলিভিশন ও সাংবাদিকদের অধিকার বিষয়ক পর্যবেক্ষণকারী সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, সোমবার ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরীতে এ বিস্ফোরণে স্টেফান ভিলেনেউভে ও বখতিয়ার আদাদ নিহত হন। এছাড়া, অপর দুই ফরাসি সাংবাদিক আহত হয়েছেন।

ফ্রান্স টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় তাদের চ্যানেলের সকল কর্মকর্তা কর্মচারী স্টেফান ভিলেনেউভের স্ত্রী সোফি, তার চার সন্তান, পরিবার এবং স্বজনদের প্রতি গভীর শোক এবং সহমর্মিতা প্রকাশ করেছেন।

এদিকে, ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকার মিডিয়া গ্রুপ দ্যা মেট্রো সেন্টার ফর জার্নালিস্ট রাইটস অ্যান্ড অ্যাডভোকেসি আদাদের মৃত্যু সম্পর্কে বলে, ‘আরেকজন সাংবাদিক সত্য প্রচারের শিকার হয়েছেন।’ এর আগেও মসুলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনবার আহত হয়েছিলেন আদাদ। সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর