পাহাড় ধসে নিহতদের প্রতি মোদির শোক প্রকাশ
---
বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম এবং দুই পার্বত্যজেলা রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন পাহাড়ি এলাকায় মর্মান্তিক ধসে নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়োজন পড়লে উদ্ধার ও অনুসন্ধানেও প্রতিবেশী দেশকে সহায়তা করতে রাজি আছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
ট্যুইট করে নরেন্দ্র মোদি জানান, বাংলাদেশে ধসের কারণে আকস্মিক প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। আমার চিন্তাভাবনা সব সময় ওই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আছে এবং আহতদের জন্য প্রার্থনা করছি’।
বাংলাদেশের প্রতি ভারতের একাত্মতা প্রকাশ করে মোদি জানান, ‘ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। যদি প্রয়োজন হয় তবে তাদের অনুসন্ধান ও উদ্ধার কাজে সহায়তা করতে আমরা প্রস্তুত রয়েছি’।
উল্লেখ্য, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে ভয়াবহ পাহাড় ধসে চার সেনা সদস্যসহ এখন পর্যন্ত ১৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
– See more at: http://www.bd-pratidin.com/international-news/2017/06/14/240064#sthash.W2D9dao0.dpuf