‘আগামী নির্বাচনেও মানুষ নৌকাতে ভোট দেবে’
AmaderBrahmanbaria.COM
জুন ১১, ২০১৭

---
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানমর্যাদা বৃদ্ধি পায় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রোববার সকালে গণভবনে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা নিজেদের জন্য ক্ষমতায় বসতে চায়, তাদের ওপর মানুষের আস্থা নেই। উন্নয়নের সুফল ধরে রাখতে আগামী নির্বাচনেও মানুষ নৌকাতে ভোট দেবে।
তিনি বলেন, একটা সরকারের যে ধারাবাহিকতা প্রয়োজন আজ তা প্রমাণিত। আওয়ামী লীগ অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল কখনও ভুল সিদ্ধান্ত নেয় না।


শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে : খালেদা
সাঈদীর রিভিউ শুনানি আজ



এরশাদের আপিলের রায় ও সাঈদীর রিভিউ শুনানি এ সপ্তাহেই

খালেদা জিয়াকে ২২ মে আদালতে হাজিরের নির্দেশ
‘গাড়ির সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা প্রভাবশালী ও ক্ষমতাধর’