শুক্রবার, ১৬ই জুন, ২০১৭ ইং ২রা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ইফতারে বিষক্রিয়ায় আক্রান্ত শতাধিক

AmaderBrahmanbaria.COM
জুন ১৩, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুলে স্থানন্তরিত বাসিন্দাদের শরণার্থী শিবিরে খাদ্যে বিষক্রিয়ায় এক শিশু নিহত ও শতাধিক নাগরিক আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্তা বিবিসি এক খবরে এ তথ্য জানিয়েছে।

সারাদিন রোজা রাখার পর ইফতার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন ওই বাসিন্দারা। বিষক্রিয়ায় আক্রান্তরা বারবার বমি করছেন এবং তাদের মাঝে পানিশূন্যতা দেখা গেছে বলে খবর দিয়েছে বিবিসি।

ইসলামিক স্টেট’র (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তাজনিত কারণে ইরাকি সেনাবাহিনী এসকল বেসামরিক নাগরিকদের মসুল ও ইরবিলের মধ্যে হাসানশাম ইউ২ নামে এই ক্যাম্পে স্থানান্তরিত করে। এই শহরের পশ্চিমাংশে আইএস যোদ্ধাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে ইরাকি নিরাপত্তাবাহিনী।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, বিষক্রিয়ায় ৮০০ জনের মত আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে যাদের মধ্যে ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর