সৌদিতে আল-জাজিরা দেখালে জরিমানা
---
আন্তর্জাতিক ডেস্ক :কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর এবার সৌদি আরবের সব হোটেল ও পর্যটন স্পটগুলোতে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অমান্য করলে গুণতে হবে এক লাখ রিয়াল জরিমানা। সেই সাথে বাতিল করা হবে লাইসেন্স।
শুক্রবার সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, সৌদির সব হোটেল, পর্যটন স্পট এবং সুসজ্জিত আবাসিক এলাকায় আল জাজিরা নেটওয়ার্কের সব চ্যানেল সরিয়ে ফেলতে হবে এবং সেখানে সৌদির কোনো চ্যানেল দেখাতে হবে। নির্দেশনা অমান্য করলে এক লাখ রিয়াল জরিমানা, লাইসেন্স বাতিল বা উভয় দণ্ড দণ্ডিত হবে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতারের প্রতি কোনো রকমের সহমর্মিতা দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব, বাহরাইন ও আরব আমিরাতে। দেশ তিনটি এক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জেল ও জরিমানার বিধান রেখেছে।
উল্লেখ্য, আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, বাহরাইন, ইয়েমেন ও লিবিয়া। পরে মালদ্বীপও কূটনৈতিক সম্পর্ক ছেদের কথা জানায়।