শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

নেইমারের জন্য দারুণ সুখবর

AmaderBrahmanbaria.COM
জুন ৬, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :লা লিগার নিয়ম অনুযায়ী ক্লাবগুলো সর্বোচ্চ তিনজন করে অ-ইউরোপীয় খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। নেইমার ছাড়াও বার্সেলোনার অ-ইউরোপীয়রা হলেন লুইস সুয়ারেজ এবং ডিফেন্ডার মার্লন। তাতে কোটা সম্পূর্ণ হয়ে গেছে। চাইলেও তাই লাতিন আমেরিকা বা আফ্রিকা থেকে খেলোয়াড় কিনতে পারছে না বার্সা।

সেই সমস্যা থেকে উত্তরণের সবচেয়ে সহজ উপায় খুঁজে বের করেছে কাতালান ক্লাবটি। নেইমারকে স্পেনের নাগরিকত্ব দিলেই যখন ঝামেলা চুকে যায়, তখন আর কি ভাবনা!

২০১৩ সাল থেকে বার্সায় খেলা ব্রাজিলিয়ান তারকা নাগরিকত্বের শর্তও পূরণ করে ফেলেছেন। স্পেনের নাগরিকত্ব পেতে হলে কমপক্ষে চার বছর দেশটিতে অবস্থান করতে হয়। নেইমারের সেই শর্ত পূরণ হয়েছে চলতি বছর।

বার্সা দলে আরেকজন অ-ইউরোপীয় খেলোয়াড় বাড়াতে তাই ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়কে স্পেনের নাগরিক করে নেওয়ার পথে হাঁটছে বলেই খবর। আর এই কোটার শর্ত পূরণ করতে না পারায় ফুল-ব্যাক ডগলাসকে ধারে স্পোর্টিং গিজনে খেলাতে বাধ্য হয়েছে ন্যু ক্যাম্পের দলটি।