g ৩ পুলিশসহ আশুলিয়ার ওসিকে ফের তলব | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৮ই জুলাই, ২০১৭ ইং ৩রা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

৩ পুলিশসহ আশুলিয়ার ওসিকে ফের তলব

AmaderBrahmanbaria.COM
মে ৩১, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহত এক শিক্ষার্থীকে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোর ব্যাখ্যা দিতে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদেরকে আবারও আসতে হবে। ঘটনার দিন হাসপাতালে দায়িত্ব পালনকারী ৩ পুলিশ সদস্যসহ আগামী ৫ জুন তাকে ফের তলব করেছেন হাইকোর্ট।

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আন্দোলন চলাকালে উপাচার্যের বাসভবনের সামনে থেকে আটক হওয়ার পর অসুস্থ ছাত্র নাজমুলকে হাসপাতালের বেডে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনা গণমাধ্যমে আসার পর গত সোমবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্ব:প্রণোদিত হয়ে এর কারণ জানতে চেয়ে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদেরকে তলব করেন।

বুধবার ওই ঘটনার ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন ওসি মহসিনুল কাদের। এ সময় তিনি আদালতকে জানান, ওইদিন হাসপাতালে দায়িত্ব পালন করেন তার থানার একজন এসআই ও দু’জন কনস্টেবল। পরে ৫ জুন ওই তিন পুলিশ সদস্যসহ ফের এসে ব্যাখ্যা দিতে বলেন আদালত।