বুধবার, ২৬শে এপ্রিল, ২০১৭ ইং ১৩ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

এশিয়ার পাঁচটি দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৩, ২০১৭

ফোর্বস ম্যাগাজিনের সম্প্রতি প্রকাশ করা একটি তালিকায় এশিয়ার সবচেয়ে দূষিত পাঁচটি শহরের তালিকায় ঢাকা ১ নম্বরে অবস্থান করছে। বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এসব নাম তুলে আনা হয়।

তালিকায় এরপরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার কালিমান্তান, ভারতের মুম্বাই ও নিউদিল্লিও রয়েছে তালিকায়। চীনের ইয়ানতাই রয়েছে পাঁচ নম্বর অবস্থানে।

রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকার বস্তির বাসিন্দারা নিরাপদ পানিও পান না। সেখানে পয়:নিস্কাশন ও বর্জ্যব্যবস্থাপনাও নেই। তবে ২০১১ সালের গবেষণাতেই এসব তথ্য জানিয়েছিলো ইউনিসেফ।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা শহরে বায়ুদূষণের মাত্রা এত বেশি যে সেটা ক্রমাগত মৃত্যুর হার বাড়াচ্ছে।

তবে বিশ্বের গোছানো শহরগুলোর মধ্যে ব্যাংকক অন্যতম বলে উল্লেখ করে বলা হয়েছে, ব্যাংকক নাকি সম্প্রতি একটি নতুন পরিকল্পনা করছে যে তাদের রাস্তার পাশে যেসব খাবার পাওয়া যায় সেসব তারা নিষিদ্ধ করে দেবে। তারা এই সিদ্ধান্ত নেবে শুধুমাত্র ওই এলাকাকে আরো বেশি পরিচ্ছন্ন ও গোছানো করতে। কিন্তু ওই খাবারগুলোই তো ব্যাংককের পর্যটকদের মূল আকর্ষণ।