মঙ্গলবার, ৩০শে মে, ২০১৭ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ছাত্রীর পরিবারকে আগামী ৩০ মে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ

AmaderBrahmanbaria.COM
মে ২৮, ২০১৭
news-image

---

বাঞ্ছারামপুর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের সামনে অবস্থিত বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্প্রতিবার খন্ডকালীন ইংরেজীর শিক্ষক মো.বিল্লাল হোসেন কর্তৃক জনৈক ৭ম শ্রেনীর ছাত্রীকে বিগত ৩ মাস যাবত নানাভাবে যৌন হয়রানী অবশেষে ২৫ মে সকালে শিক্ষক বিল্লাল হোসেন তার কু প্রস্তাবে রাজী না হওয়ায় ক্লাশে সবার সামনে বেধড়ক চড়-থাপ্পর মারার ঘটনায় স্কুলটির ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বলে নিগৃহিত ছাত্রীর পরিবার জানিয়েছেন।

এ ছাড়া বিভিন্ন সূত্রে জানা গেছে,আজ (শনিবার)সকালে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম (রিপন) ও সহকারি প্রধান শিক্ষক মো.মোখলেছুর রহমান মূল অভিযুক্ত শিক্ষক বিল্লাল হোসেনকে নিয়ে দিনভর স্কুলের ভেতর পরবর্তী করনীয় নিয়ে গোপন বৈঠক করেন।
আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানায়-‘আমরা কাল (রবিবার)বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রী নিগৃহিত হওয়ার ঘটনার বিষয়ে স্কুলটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।’

এ ছাড়া- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,লাঞ্ছিত মেয়েটির মামা ও উপজেলা চেয়ারম্যান অফিসের কার্য্যসহকারি মো.আবু হানিফ মুঠোফোনে জানান-‘ বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.সিরাজুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি যেহেতু স্কুলটির মূল সভাপতি ও এলাকার অভিভাবক সে জন্য আগামী ৩০ মে তাদের প্রত্যেকে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মেজর ইস্যুতে বসে কঠোরতর সিদ্ধান্ত নিতে পারেন।’
এ দিকে, আজ শনিবার দিনভর ব্রাহ্মণবাড়িয়া সদর,বাঞ্ছারামপুর,পার্শ্ববর্তী হোমনা(কুমিল্লা)উপজেলায় বাঞ্ছারামপুর গার্লস স্কুলে শিক্ষক কর্তৃক ছাত্রী হয়রানী ও মারধোরের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয় বলে জানা গেছে।রাস্তার সিএনজি চালক হতে রিক্সাচালক,ব্যবসায়ী,মসজিদের ইমামসহ স্কুলটিতে অধ্যয়রত ১৮ শতাধিক শিক্ষার্থীর অভিভাবকেরা মূল অভিযুক্ত বিল্লাল মাষ্টারসহ তার পক্ষবলম্বনকারী প্রধান শিক্ষক সিরাজ-মুখলেছ মাষ্টারের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করে এলাকা তোলপাড় চলে।

এ জাতীয় আরও খবর