g অস্ট্রেলিয়া ক্রিকেটের সাথে সম্পর্ক ছিন্ন করছেন স্মিথ-ওয়ার্নাররা! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১১ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৭শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া ক্রিকেটের সাথে সম্পর্ক ছিন্ন করছেন স্মিথ-ওয়ার্নাররা!

AmaderBrahmanbaria.COM
মে ২৬, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে দেশটির ক্রিকেটারদের মনমালিন্য চরমে। ক্রিকেটাররা রীতিমত হুমকি দেওয়ার অপেক্ষায়, অস্ট্রেলিয়ার হয়ে তারা আর ক্রিকেট খেলবেন না!

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ওয়ার্নারদের চাপ দিচ্ছেন চুক্তিতে সই করতে। এমনকি তাদের ৩০ জুন পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) ব্যাপারটিকে আরও জটিল করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) জানিয়েছে দাবি না মানলে বোর্ডের সাথে কোনো চুক্তি নয়।

এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নতুন চুক্তিতে অজি ক্রিকেটারদের মোট আয় প্রায় ৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাতেও মন গলেনি ক্রিকেটারদের। তাদের ধারণা বোর্ডের আয়ের তুলনায় খেলোয়াড়দের বেতন-ভাতা অনেক কম। অজি ক্রিকেটারদের সংগঠন এসিএ দাবি করেছে এই লভ্যাংশের পরিমান আরও বাড়ানোর জন্য।

দু’পক্ষের পরিস্থিতি যখন এমন উত্তপ্ত তখনই অজি ক্রিকেটাররা নিজেদের ইমেজ স্বত্ব নিজেদের হাতে নিয়ে নেওয়ার লক্ষ্যে একটি ভিন্ন প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা করছেন। গত ২৪ মে বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় এসিএ। প্রস্তাবিত ‘দ্য ক্রিকেটার্স ব্র্যান্ড’ নামের এই কোম্পানিটি খেলোয়াড়দের ইমেজ স্বত্ববিষয়ক সকল দিক দেখাশোনা করবে।

এতোদিন ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটারদের এই বিষয়গুলো দেখভাল করলেও এখন ক্রিকেটাররা পরিবর্তন চাইছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করা পুরুষ ও নারী দলের প্রায় সব খেলোয়াড়ই এই কোম্পানিটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এই প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের নাম, কণ্ঠ, স্বাক্ষর, ট্রেডমার্ক, ছবি, এমনকি পারফরম্যান্স স্বত্বও দেখাশোনা করবে এই প্রতিষ্ঠানটি। ৩০ জুনের মধ্যে বোর্ডের সাথে ক্রিকেটারদের ঝামেলা না মিটলে ক্রিকেটারদের আয়ের সুরক্ষা দিতেই এই সিদ্ধান্ত।

এই প্রসঙ্গে এসিএ প্রধান নির্বাহি অ্যালিস্টার নিকোলসন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘একজন ক্রিকেটার নিজের স্বত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু যদি এমন একটি গ্রুপ থাকে তবে সেই সিদ্ধান্ত নিতে সাহায্য হবে।

এ জাতীয় আরও খবর