g শাকিবের অভিযোগ নিয়ে যা বললেন জায়েদ-সাইমন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৭ই অক্টোবর, ২০১৭ ইং ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

শাকিবের অভিযোগ নিয়ে যা বললেন জায়েদ-সাইমন

AmaderBrahmanbaria.COM
মে ৯, ২০১৭
news-image

---

অনলাইন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলাকালীন শাকিব খানের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ৮ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় শাকিব খান ওই অভিযোগ করেন। তাতে শাকিব খান বলেছেন, সাইমন সাদিকসহ কয়েকজন অজ্ঞাতনামা তার ওপর হামলা করেছে। এসব কর্মকাণ্ডে চিত্রনায়ক জায়েদ খানসহ আরও কয়েকজন জড়িত বলে শাকিবের বিশ্বাস। ওই দিন রাতের আরও কিছু ঘটনা অভিযোগপত্রে তুলে ধরেছেন তিনি।

কিন্তু শাকিবের এসব অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ প্রতিদিনকে জায়েদ খান বলেন, আমিও খবরটা শুনে হতবাক হয়েছি। শাকিব খান আমার বড় ভাই। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সব শিল্পীকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়েছে। অভিযোগপত্রে আমার নাম কেন আসলো তা এখনো বুঝে উঠতে পারছি না। ওই দিন রাতে উপস্থিত সবাই দেখেছেন আমি কীভাবে তাকে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি।

‘তাহলে আপনার নাম আসলো কেন?’- এবার জায়েদ খান বলেন, হতে পারে আমার জয়ে ঈর্ষান্বিত হয়ে কেউ এ কাজ করছেন অথবা শাকিব খানকে দিয়ে কেউ করাচ্ছেন।

সাইমন সাদিক বলেন, অভিযোগপত্রে আমার নাম এসেছে তা শুনেছি। কিন্তু কী কারণে তা বুঝলাম না। মনে হচ্ছে কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। ওই দিন রাতে উপস্থিত সবাই তা দেখেছেন। মিশা ভাই যখন শাকিব ভাইকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিলেন আমিও তখন সেখানে ছিলাম। মিশা ভাইকে নিজেই সহযোগিতা করেছি। অথচ এখন বলা হচ্ছে আমিও নাকি শাকিব ভাইকে মারধরের ঘটনায় জড়িত। আমি আবারও বলছি, নিশ্চয় এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান। গত শনিবার সকালে চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সর্বাধিক ভোট পান সাইমন সাদিক। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর