১০০ কোটি রূপি বেতনের চাকরি পেয়েছিলেন ধোনি!
স্পোর্টস ডেস্ক :ভারতের প্রাক্তন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির চাকরি নেওয়ার খবর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে শোভা পাচ্ছে। মূলত দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে দেশের বাইরে পালিয়ে থাকা ললিত মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি ফাঁস করেছেন। ২০১২ সালে ধোনিকে দেওয়া বিতর্কিত এন শ্রীনিবাসনের মালিকানাধীন ইন্ডিয়া সিমেন্ট এর দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটি ছবি ফাঁস করেন মোদি। তিনি সেখানে উল্লেখ করেন ইন্ডিয়া সিমেন্টের দেওয়া প্রস্তাবে রাজি হলে শ্রীনিবাসনের কোম্পানির পক্ষ থেকে বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ ধোনিকে বছরে প্রায় ১০০ কোটি রূপি দেওয়া হবে।
অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী ইন্ডিয়া সিমেন্টের মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে ধোনিকে। যেখানে তার বেসিক বেতন ধরা হয়েছে ৪৩ হাজার রূপি। তার সঙ্গে ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন ২১ হাজার ৯৭০ টাকা। বিশেষ পে দেওয়া হবে ২০ হাজার রূপি। যদি তিনি চেন্নাইতে থাকেন তাহলে বাসাভাড়া বাবদ পাবেন ২০ হাজার ৪০০ রূপি। আরো একটি বিশেষ ভাতা পাবেন ৮ হাজার ৪০০ রূপির। শুধু তাই নয় আরো ৬০ হাজার রূপি পাবেন তিনি। এর সঙ্গে পত্রিকার বিল পাবেন ১৭৫ রূপি।
তবে ধোনি ইন্ডিয়া সিমেন্টে যোগদান করবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।