বৃহস্পতিবার, ১১ই মে, ২০১৭ ইং ২৮শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

নারী বিশ্বকাপের দল ঘোষণায় চমকে দিল ওয়েস্ট ইন্ডিজ

AmaderBrahmanbaria.COM
মে ৯, ২০১৭

 

স্পোর্টস ডেস্ক :নারী বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণায় চমক দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের দলে ১৬ বছর বয়সী তরুণীকে জায়গা দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে চারজন নতুন মুখ স্থান পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে।

ওয়েস্ট ইন্ডিজের বিস্ময় জাগানো ১৬ বছর বয়সী পেসারের নাম কিয়ানা জোসেফ। অন্য তিন নতুন মুখ হলেন- ১৯ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান রেনিসে বয়সে, ২৩ বছর বয়সী অলরাউন্ডার আকেইরা পিটার্স ও ২৫ বছর বয়সী ওপেনিং ব্যাটসম্যান ফেলিসিয়া ওয়ার্টার্স।

নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন জানিয়েছেন, গত বছরের উদীয়মান নারী ক্রিকেটারকে নিয়ে আয়োজিত ক্যাম্পে এই চার নতুন মুখ নজর কাড়েন। তাই তাদের বিশ্বকাপ দলে জায়গা দেয়া হয়।

ইংল্যান্ডের মাটিতে ২৪ জুন থেকে ২৩ জুলাই বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে। আগামী ২৬ জুন বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ক্যারিবিয়ান নারী দল। আট দলের টুর্নামেন্টের অপর ছয়টি দল হলো- ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা।