টানা ৫০ ঘণ্টা চুমু খেয়ে পুরস্কার যখন গাড়ি
অনলাইন ডেস্ক : জীবনে নিজের ভাগ্য পরীক্ষা যাচাই করতে একবার হলেও অন্তত লটারি কিনেছেন অনেকে। পুরস্কারের প্রাপ্তি সব সময়ই সুখের, আর এই পুরস্কারের নেশায় অনেকে এটাকে খেলা হিসেবেও বেছে নেন। তবে সবাইকে চমকে দিয়ে সম্প্রতি অভিনব এক প্রতিযোগিতার আয়োজন করে টেক্সাসের রেডিও স্টেশন ‘৯৬.৭ কিস এফএম’।
নাম শুনে অবাক হলেন! অদ্ভুত এই প্রতিযোগিতায় কাজ ছিল গাড়িকে কতক্ষণ চুমু খেতে পারবেন। যে দীর্ঘ সময় চুমু খেতে পারবে, তার হাতে তুলে দেয়া হবে পুরস্কারের ঐ গাড়িটা। চুমুটা খেতে হবে গাড়ির বডিতে।
কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির নামের সাথে মিল রেখে ঐ প্রতিযোগিতার আয়োজন করে। নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিযোগীকে টানা ৫০ ঘণ্টা গাড়িটিতে ঠোঁট লাগিয়ে চুমু খেয়ে যেতে হবে। প্রতি ঘণ্টায় ১০ মিনিট করে বিরতি দেওয়া হয়। এই ১০ মিনিটে প্রতিযোগীরা তাদের খাওয়া, গোসল বা বাথরুমের কাজ সারতে পারবেন।
বিরতির সময় ছাড়া কোনো প্রতিযোগী গাড়ি থেকে ঠোঁট বিচ্ছিন্ন করলে তাকে বাদ দেয়া হবে। এভাবে টানা ৫০ ঘণ্টা যিনি চুমু খেতে পারবেন তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। একাধিক প্রতিযোগী যদি বিজয়ী হন সেক্ষেত্রে লটারি করে একজনকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। যার মধ্যে ৫ জন প্রতিযোগী নিয়ম ভঙ্গের কারণে বাদ পড়েন, নাম প্রত্যাহারও করেন অনেকে।
প্রতিযোগী অ্যালিকা সাক্ষাৎকারে বলেন, অংশগ্রহণের কিছুক্ষণ পরেই ঠোঁটে ফোস্কা পড়তে শুরু করে। ফলে আমি নিজের নাম প্রত্যাহার করে নেই। পৃষ্ঠপোষক আই হার্ট মিডিয়ার পরিচালক জেচারি ওয়েলস্ট্যান্ড জানান, শুরুতে এটা বেশ মজার মনে হলেও আসলেই অনেক ধৈর্যের কাজ। যারা টিকে থাকেন তারা নানা রকম পন্থা অবলম্বন করেন। কেউ কানে হেড ফোন লাগিয়ে গান শোনেন, কেউ স্মার্ট ফোনে সময় কাটান, আবার কেউ বা চোখ বন্ধ করে থাকেন।
৫০ ঘণ্টা যখন শেষ হয় তখন ৭ জন প্রতিযোগী শেষ পর্যন্ত টিকে ছিল। তাদের মধ্যে থেকে লটারি করে ডিলানি জয়সুরিয়া নামক এক নারীকে ভাগ্যবান বিজয়ী ঘোষণা করা হয়। হাফিংটনপোস্ট।