বৃহস্পতিবার, ১১ই মে, ২০১৭ ইং ২৮শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্যে জাকার্তা গভর্নরের কারাদণ্ড

AmaderBrahmanbaria.COM
মে ৯, ২০১৭

নিউজ ডেস্ক : কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বিদায়ী গভর্নর বাসুকি চাহাইয়া পুরানামাকে (এহক) দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

তবে বিষয়টিকে ইন্দোনেশিয়ার ধর্মীয় সহনশীলতার একটি পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে।

গত এপ্রিলে এহকের আইনজীবীরা ধর্ম অবমাননার অভিযোগ থেকে তাকে রেহাই দেয়ার আবেদন করেছিল। তবে বিচারকরা এ আবেদন বাতিল করে দেন।

এদিকে গভর্নর এহক নিজেকে নির্দোষ দাবি করেছেন।

দেশটির ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো চীনা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে খ্রিস্টান ধর্মাবলম্বী পুরানামা যিনি ‘এহক’ নামে বেশি পরিচিত তিনি গভর্নর নির্বাচিত হন।

গত নভেম্বরে এহক কোরআনের একটি আয়াত উল্লেখ করে মুসলিম ভোটারদের অমুসলিম প্রার্থী হিসেবে তাকে ভোট দেয়ার আহ্বান জানান। ওই সময় তার এ মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যায়।

তার মন্তব্যের প্রতিবাদে ইন্দোনেশিয়ান মুসলিমরা রাস্তায় নেমে আসেন এবং তার শাস্তি দাবি করেন।