g বাঞ্ছারামপুরের প্রতিহিংসার স্বীকার অসহায় পরিবার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৬ই অক্টোবর, ২০১৭ ইং ২১শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের প্রতিহিংসার স্বীকার অসহায় পরিবার

AmaderBrahmanbaria.COM
মে ৬, ২০১৭
news-image

---

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে  বৈশাখ মাসের প্রচন্ড ঝরে   ঘরের ছাদের রেলিং ভেঙ্গে পড়েছিলো প্রতিবেশীর বাড়ীতে আর সেটিকে পুজিঁ করে এলাকায় ধ্রুম্র জাল সৃষ্টি হয়েছে। এলাকার কিছু সুবিধা ভোগী মাতব্বর ঘটনাটিকে অন্য দিকে নিয়ে পকেট ভারির ফায়দা লুটার চেষ্টা ও করছে। ঘটনা ঘটেছে  ২৭ই এপ্রিল উপজেলার রুপুসদী ইউনিয়নের দক্ষিণ পাড়ার জামাইবাজার জনৈক মো.স্বপন মিয়া ও তার  প্রতিবেশী মো.আমীর মিয়ার মধ্যে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে,গত ২৭ এপ্রিল এই উপজেলার  জামাইবাজারের স্বপন মিয়ার অর্ধ নির্মানাধীন এক কক্ষের বিল্ডিং-এর ছাদের রেলিং  ঝড়ের  ভেঙ্গে পড়ে বাড়ির পূর্বাংশের জনৈক আমির মিয়ার বাড়ির টিনের ছাদে আর রেলিং এর ইটের ভাড়ে টিন ভেঙ্গে পড়ে ঘরের  ভিতর থাকা মহিলা ও আমীরের শরীরে এতে তারা সামান্য আহত হন। খোজ নিয়ে জানা গেছে, রাজমিস্ত্রী আমীর ও  গ্রাম্য মাতব্বর  নুরুল ইসলাম জনৈক ব্যক্তিকে দিয়ে স্বপন মিয়ার কাছে ৫ লাখ টাকা  ক্ষতিপূরন দাবী করেন। আর ব্যথা পাওয়ায় যতদিন না তার শরীর স্বাভাবিক না হচ্ছে  দৈনিক চলার জন্য অযৌক্তিক হাজার টাকা দাবী করছেন। আজ শনিবার স্বপন মিয়া ও তার পরিবার বাঞ্ছারামপুর সাংবাদিক ফোরামের নের্তৃবৃন্দের  সাথে রাতে কথা বলেন।তারা এর সুষ্ঠু সমাধান চান এবং এলাকায় অসাধু মাতবববরদের বিচাররের সম্মুখীন করার জোড় দাবী জানান।

এ জাতীয় আরও খবর