বৃহস্পতিবার, ১১ই মে, ২০১৭ ইং ২৮শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

প্যারাসিটামল নিয়ে ভীতি সঞ্চার, হোন সাবধান

AmaderBrahmanbaria.COM
মে ৫, ২০১৭

অনলাইন ডেস্ক : ‘সাবধান! বাজারে নতুন একটি ওষুধ প্যারাসিটামল P-500 নামের ওষুধ আসছে। যাতে ম্যাচুপো নামের মারাত্মক ভাইরাস পাওয়া গেছে। এটি খাবার পর পরই আপনার পুরো শরীরটাতে পচন ধরে যাবে। জনস্বার্থে তথ্যটি পরিবার পরিজনদের জানানোর অনুরোধ রইল।’

-গত কিছুদিন ধরে এ রকম একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। বাংলাদেশের বেশ কিছু ফেসবুজ পেজেও এ রকম বার্তা ছবিসহ শেয়ার করা হয়েছে। ইনবক্সেও অনেকে পাচ্ছেন এমন বার্তা ও ছবি।

তবে খোঁজ নিয়ে জানা গেল, বিষয়টি ভুয়া। এ ছাড়া ওষুধটি বাংলাদেশের বাজারের নয়। এমনকি বার্তার সঙ্গে সংযুক্ত ছবিগুলোও বাংলাদেশের নয়। ওষুধটি ভারতীয়, ছবিও সেখানকার।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, সম্প্রতি প্যারাসিটামল পি/৫০০ ট্যাবলেট নিয়ে একটি ‘সতর্কবার্তা’ ভারতে ছড়িয়েছে। দুই সপ্তাহ ধরে এমন গুজব ছড়াচ্ছে।

এর আগে ইন্দোনেশিয়ায় এমন গুজব ছড়ায়। পরে সেখানকার কর্তৃপক্ষ তা গুজব বলে উড়িয়ে দেয়।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ভারতে মাচুপো ভাইরাসের অস্তিত্ত্ব পাওয়া যায়নি।

হায়দরাবাদের বিরলা ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (বিআইটিএস) অধ্যাপক সুমন কাপুর বলেন, ‘ভারতে মানুষ যে হারে প্যারাসিটামল সেবন করে, তাতে বার্তাটি সত্য হলে পুরো ভারতে ব্যাপক আকারে মহামারী ছড়িয়ে পড়ত। তাই বিষয়টি নেহাত একটি গুজব ছাড়া কিছুই নয়।’

ডা. কাপুর আরো বলেন, ‘ভাইরাস ট্যাবলেটে বেঁচে থাকতে পারে এটা সত্য। কিন্তু প্রশ্ন হলো, কীভাবে সেটি উৎপাদন কারখানায় ঢুকবে?’

এদিকে সংক্রামক রোগ বিশেষজ্ঞ সুনীথা নারেড্ডি বলেন, ‘ভাইরাসের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য আশ্রয় (হোস্ট) প্রয়োজন। এদের (ভাইরাস) বড় অংশই নিজস্ব আশ্রয়ের বাইরে দীর্ঘসময় বেঁচে থাকতে পারে না।’ এনটিভি অনলাইন