আফসার আলী জেন্টুর বাড়িটি ঘিরে রেখেছে সিটিটিসি, যাচ্ছে সোয়াত
---
নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামের আফসার আলী জেন্টুর বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরপর বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিরপত্তার স্বার্থে এলাকাবাসীকে আশপাশ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বাড়িটির আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও নিরাপদ দূরত্বে (২০০ গজ দূরে) থাকতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সিটিটিসি’র একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের জানান, আফসার আলী জেন্টু নামে এক ব্যক্তির ওই একতলা বাড়িতে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে আবু (৩০) নামে এক ব্যক্তি অবস্থান করছে। এই ব্যক্তি সপরিবারে দুই মাস আগে বাড়িটি ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে। ভোরে জঙ্গি আস্তানা সন্দেহ ওই বাড়িতে অভিযান চালাতে গেলে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এখনও কিছুক্ষণ পর পর গুলির শব্দ শোনা যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
খুলনা বিএনপি নেতার সহকারীও মারা গেলেন, ১ জন আটক
লক্ষ্মীপুরে পায়ুপথে ‘বাতাস ঢুকিয়ে’ শিশুশ্রমিককে হত্যাচেষ্টা
সুন্দলপুরের ২নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

ঘাটাইলে বাস খাদে পড়ে নিহত ৭
‘নির্বাচনকালীন আদর্শ সরকার হলেই নির্বাচনে যাবে বিএনপি ‘
পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২৫ জলদস্যুর আত্মসমর্পণ (ভিডিও)
হবিগঞ্জে চেয়ারম্যানের অন্য রকম ‘ত্রাণ বিতরণ চক্র’
চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা জারি, অবরুদ্ধ জঙ্গি আবুসহ স্ত্রী সন্তান