শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৬, ২০১৭

---

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে বলে নির্বাহী অফিসার ইসরাত সাদমীন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান জানিয়েছেন।আজ রবিবার উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে।তবে প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান জানান,মির্জাপুর উপজেলার তিন নং ফতেপুর, এগার নং আজগানা, বার নং তরফপুর, নয় নং বহুরিয়া, নবগঠিত লতিফপুর ও ভাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।ছয় ইউনিয়নে মোট ৫৪ টি কেন্দ্রে ভোট কেন্দ্র হচ্ছে ৫৭টি এবং বুথ কক্ষ হচ্ছে ৩২১।ইউনিয়নগুলোতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৭১৩ জন।এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৫৫ জন এবং মহিলা ভোটার এক লাখ ৫৯ হাজার ৮৫৮ জন।চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৪ জন এবং সাধারণ ওয়ার্ডে পুরুষ সদস্য পদে ১৮৭ জনসহ মোট ২৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন জানিয়েছেন, প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে।এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাইকিং ফোর্সও কাজ করছে।

ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, নব গঠিত ভাওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. আমজাদ হোসেন(নৌকা), বিএনপির মো. সাহিদুর রহমান খান সাইদ(ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মো. তোতা মিয়া (আনারস) ও মো. আব্দুস সবুর মিয়া (ঘোড়া মার্কা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৯ নং বহুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. আবু সাইদ মিয়া ছাদু(নৌকা), বিএনপির মো. আব্দুস সামাদ(ধানের শীষ), জাতীয় পাটির মো. মামুনুর রশিদ মামুন(লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম বাবুল (আনারস) প্রতীকে নির্বাচন করছেন।৩ নং ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. হুমায়ুন তালুকদার(নৌকা), বিএনপির মো. শহীদুর রহমান মৃধা(ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আব্দুর রউফ(আনারস), মো. আফছার উদ্দিন( মোটর সাইকেল মার্কা) মো. ইয়াকুব আলী(ঘোড়া মার্কা) প্রতীকে নির্বাচন করছেন।

লতিফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, আওয়ামী লীগের মো. জাকির হোসেন(নৌকা), বিএনপির মো. আলী হোসেন রনি(ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ মো. আরিফ হোসেন(আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।১১ নং আজগানা ইউনিয়নে আওয়ামীলীগের মো. রফিকুল ইসলাম রফিক সিকদার(নৌকা), বিএনপির মো. আবুল হোসেন কনক(ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আমজাদ হোসেন(আনারস) ও মো. রতন মিয়া(মোটর সাইকেল)প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ১২ নং তরফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. আবুল কাশেম(নৌকা), বিএনপির মো. সাইদ আনোয়ার(ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. শরীফুর রহমান শরিফ(আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এ জাতীয় আরও খবর