সোমবার, ১৯শে জুন, ২০১৭ ইং ৫ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

খুলে দেওয়া হল কাপ্তাই বাঁধের ১৬টি গেট

AmaderBrahmanbaria.COM
জুন ১৭, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি স্লুইসগেটের আংশিক খুলে দেওয়া হয়েছে। কারণ ভারি বর্ষণের ফলে বেড়ে গেছে কাপ্তাই লেকের পানি। যার ফলে ঝুঁকির আশঙ্কা থেকে ১৬টি স্লুইসগেটের আংশিক খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক আবদুর রহিম।

কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক আবদুর রহিম বলেন, “শুক্রবার সন্ধ্যা থেকেই কাপ্তাই বাঁধের ১৬টি দরজা খুলে দেওয়া হয়। বাঁধের ১৮ ইঞ্চি লম্বা দরজার প্রতিটির ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। লেকের পানি এই দরজা দিয়ে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। ”

উল্লেখ্য, ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর এই কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু হয়। ১৯৬২ সালে এ বাঁধটির নির্মাণ শেষ হয়। ৬৭০.৬ মিটার দীর্ঘ ও ৫৪.৭ মিটার উচ্চতা সম্পন্ন এই বাঁধের পাশে ১৬টি জলকপাট সংযুক্ত ৭৪৫ ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্প্রিলওয়ে রাখা হয়েছে। এই স্প্রিলওয়ে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে।

এ জাতীয় আরও খবর