বৃহস্পতিবার, ৬ই এপ্রিল, ২০১৭ ইং ২৩শে চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

যে দেশে দাঁড়ি রাখলে রাখতে হবে গোঁফ

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৩, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :মানব জাতির মাঝে সাভাবিক ভাবে পুরুষ মানুষেরই দাঁড়ি এবং গোঁফ জন্মায়। কেও দাঁড়ি রাখে গোঁফ রাখেনা, আবার কেও গোঁফ রাখলেও দাঁড়ি রাখেনা। পুরুষ জাতির এই দাঁড়ি এবং গোঁফ নিয়ে চীন সরকার একটি নির্দেশিকা জারী করেছে। যেখানে বলা হয়েছে কী কী করা যাবে আর কী কী করা যাবেনা।

চীন প্রশাসনের এই নতুন নির্দেশনার মধ্যে রয়েছে, রাস্তায় বোরখা পরে হাঁটা যাবে না। বোরখা পরে কাউকে ঘুরতে দেখা গেলে তল্লাশি হতে পারে। অল্প দাঁড়ি রাখা যেতে পারে তবে চোখে পড়ার মতো দাঁড়ি রাখা যাবে।
সেখানে বলা হয়েছে, গোঁফ নেই অথচ দাড়ি আছে এমনটাও চলবে না। উইঘুরদের সেখানে চীনের মূল সংস্কৃতির সঙ্গে মানিয়ে চলতে হবে। সরকারি শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। আলাদা ধর্মের জন্য আলাদা কোনও সুবিধে নেয়া চলবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
উল্লেখ্য, এই প্রদেশে এক দশকের বেশি সময় ধরে স্বাধীনতার দাবিতে লড়াই করছে উইঘুর মুসলিমরা। এমন সংবাদও শোনা যাচ্ছে যে, তাদের পেছনে জঙ্গি সংগঠন আই এসের হাত রয়েছে। এ নির্দেশনা জারির পর প্রশাসনের দিকে চ্যালেঞ্জও ছুঁড়ে দেয়া হচ্ছে। চীনা প্রশাসন চাচ্ছে কড়া হাতেই বিদ্রোহ দমন করতে। তাদের আশঙ্কা দমন না হলে তা ছড়িয়ে পড়তে পারে।