শুক্রবার, ৭ই এপ্রিল, ২০১৭ ইং ২৪শে চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৬, ২০১৭

 
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের ইব্রাহিমাবাদ রেলস্টশনের কাছে পাথাইলকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সোয়া ৮টা) ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে না পৌঁছায় লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার নুরুল হুদা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ভোররাত তিনটার দিকে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে পৌঁছার পর লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপাতত ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেনও আটকা পড়ে আছে।

এ জাতীয় আরও খবর

  • সিলেটে পানিতে নিমজ্জিত দেড় লক্ষাধিক হেক্টর বোরো
  • মেয়রের চেয়ারে বসলেন বুলবুল
  • এবার মেহেরপুরের দুই জনপ্রতিনিধির বরখাস্তের আদেশ স্থগিত
  • বুলবুল ও গউছ এর বরখাস্তের আদেশ স্থগিতবুলবুল ও গউছ এর বরখাস্তের আদেশ স্থগিত
  • ‘অপারেশন হিটব্যাকে’ নিহত সাতজনের লাশ দাফন
  • প্রেমের টানে এবার রাজবাড়ীতে ব্রাজিলের তরুণী