শুক্রবার, ৭ই এপ্রিল, ২০১৭ ইং ২৪শে চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৫, ২০১৭
news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বুধবার (৫ মার্চ) ছিলো দেশের ২৪ ঘণ্টার সংবাদ ভিত্তিক জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যমুনা টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। ব্রাহ্মণবাড়িয়ায় একেবারেই ব্যতিক্রমভাবে উদ্যাপতি হয়েছে যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের পূর্ব পাশে পথতারা ইশকুলের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।
যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হয়ে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ্,সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক প্রমুখ ।
যমুনা টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. শফিকুল ইসলামের সঞ্চালানায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশের বেশিরভাগ গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী ঘটা করে বিভিন্ন রে¯েঁÍারা কিংবা হলে উদ্যাপিত হয়ে থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন একেবারেই ব্যতিক্রম। যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, ইতোমধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যমুনা টিভি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যমুনা টিভির সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান তারা।
পরে অতিথিরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কেকের পাশাপাশি মিষ্টি ও চিপস্ এবং চকলেট বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আকরাম,দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক জাবেদ রহিম বিজন, দৈনিক সবুজ দেশের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান খান, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল আলম স্বপন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইসহাক সুমন, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুন, এস.এ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ, জাগো নিউজের জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয়, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, ঢাকা-বাংলা চ্যানেল (ডিবিসি) জেলা প্রতিনিধি খন্দকার রায়হান, বাংলানিউজের জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, দৈনিক আমাদের অর্থনীতি তৌহিদুর রহমান নিটল, নিয়ামুল করিম আকঞ্জি, দৈনিক সরোদের প্রতিবেদক পলাশ পাল, আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা জেবিন ইসলাম, সদস্য শাকিলা জাফর জেসি, ডোয়িং সামথিং ডিফারেন্ট ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা উত্তম কুমার মল্লিক, পথতারা ইশকুলের অন্যতম উদ্যোক্তা আফনান আলম সাকিব প্রমুখ।