নারীদের কল্যানে সরকার নানা পদক্ষেপ নিয়েছে-জেলা প্রশাসক
---
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে নারী মেলার আয়োজন করে। বুধবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিন ব্যাপী এ মেলা হয়। এ উপলক্ষে আলোচনা সভাও হয়। জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার), পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান বলেন বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারীদের কল্যানে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন নারীদের ঘরে আবদ্ধ রাখার দিন শেষ হয়ে গেছে। নারী আজ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারীকে মর্যাদা ও সন্মান দিতে হবে।
মেলায় নারীদের হাতের তৈরী বিভিন্ন পন্যের ১৫টি স্টল খোলা হয়। অতিথিরা প্রতিটি স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট আবৃতিকার বাছির দুলাল।