নাসিরনগরে মন্দিরে মূর্তিচুরির মামলায় গ্রেফতার ৬, আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন
---
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির থেকে মুর্তি চুরির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানাযায়, ফান্দাউক গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাধন কান্তি চৌধুরী ৫ দিনের রিমান্ডের আবেদন করেন গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে হাজির করেন। উল্লেখ্য, শনিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুর্বৃত্তরা একটি মন্দির থেকে ৫ টি পিতলের মূর্তি ও একটি পুরনো কালো পাথরের মূর্তি চুরি করে। উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে (ইসকন) এ ঘটনা ঘটে। ঘটনার পর রবিবার সকালে ব্রাহ্মণবাড়িযার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর বলেন, চুরি যাওয়া মূর্তিসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় গত রবিবার মন্দিরের পুরোহিত গোৗরাঙ্গ চন্দ্র সাহা বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেন। এ পর্যন্ত ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।