g অগ্রযাত্রাকে ব্যাহত করতেই জঙ্গিবাদ-স্বরাষ্ট্রমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৭শে জুলাই, ২০১৭ ইং ১২ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

অগ্রযাত্রাকে ব্যাহত করতেই জঙ্গিবাদ-স্বরাষ্ট্রমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
জুলাই ২৫, ২০১৭
news-image

---

মাজহারুল করিম (অভি) : জেলা পুলিশ আয়োজনে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বৈরি আবাহাওয়ার কারণে আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এম.পি। তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, ‘অগ্রযাত্রাকে ব্যাহত করতেই জঙ্গিবাদ। হাতের রগ পায়ের রগ কেটে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তবে বাংলাদেশর মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। যে দেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিতে পারে তারা কখনো জঙ্গি হতে পারে না। আজকের নিরাপত্তাবাহিনী জীবন দিতেও কুণ্ঠাবোধ করেন না। যখন সারাবিশ্বেও মানুষ আতঙ্কে তখন বলতে পারি ভালো আছি। নিরাপত্তার দিকে ৩৫তম স্থান। আমাদের জনগণ আফগান, পাকিস্থানের মতো নয়।’ ১০ বছর আগের পুলিশ থেকে বর্তমান শেখ হাসিনার পুলিশ এক নয়।
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ‘অনেক বাবা-মা জঙ্গি সন্তানের লাশ নিতে আসেনি। আমরা লাশ দাফনের ব্যবস্থা করেছি। জঙ্গিবাদের বিষয়ে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। এ দেশের এক ইঞ্চি জমিও সন্ত্রাসীদের ব্যবহার করতে দেব না।’
তিনি বলেন, ‘বাংলাদেশে মাদক তৈরি হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে আসে। প্রথমে তারা বর্ডার গার্ড, কোস্ট গার্ড মুখোমুখি হয়। পরে র‌্যাব, পুলিশ কাজ করে। তবে মাদক এতটা প্রকট হয়েছে যে নিরাপত্তা বাহিনী কাজ করলেই হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে। লোকবল বাড়ানো হচ্ছে। জেলায় জেলায় মাদক নিরাময় কেন্দ্র করা হবে।’
পুলিশের চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি এস. এম মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, বিজিবি-১২ ব্যাটালিয়েনের কমান্ডার লে. কর্ণেল শাহ্ আলী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামছুল হক, পৌর মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল¬াহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, নবীনগরের রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। সাংবাদিক মো. মনির হোসেনের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

 

এ জাতীয় আরও খবর