g নাসিরনগর উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৪, ২০১৭

---

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার থেকে শুরু করে ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সবই ছিল শিশুরা। নির্বাচনে মোট ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করে ৭ জন কাউন্সিলর নির্বাচিত হন। ভোটাধিকার প্রয়োগ করে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ২৩১ জন শিক্ষার্থী।

নির্বাচনে সম্মিলিত সর্বোচ্চ ভোট পেয়ে পঞ্চম শ্রেণীতে ৯ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে প্রথম স্থান-সানজিদা ইসলাম (১০১), দ্বিতীয় স্থান-বর্ণিল দেব (৭০) ও তৃতীয় স্থান আসিফ আহমেদ (৬২), চতুর্থ শ্রেণিতে ৫ জন প্রতিদ্বন্দি¦ মধ্যে প্রথম স্থান উলম্মে কুলসুম ইকরা (১০৪), দ্বিতীয় স্থান সাবিয়া সাবা জেসি (৮৯)। তৃতীয় শ্রেণীতে ৪ জন প্রতিদ্বন্দি¦র মধ্যে প্রথম স্থান হাসানুল ইসলাম চৌধুরী, (১২৬), দ্বিতীয় স্থান- ধ্রুব বিশ্বাস (৬৫) ভোট পেয়েছে। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন। নির্বাচিতরা শিক্ষার্থীদের স্বাস্থ্য, পরিস্কার পরিচ্ছন্নতা, পানি, ফুলের বাগান, পাঠ্য বই, আপ্যায়ন ইত্যাদি বিষয়ে দেখভাল করবেন। – মোট ২৩১ জন ভোটারের মধ্যে ১৯৯ জন অংশ নেয় । প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র-আরিফুল ইসলাম চৌধুরী। বিদ্যালয়ের ৬টি বুথের মধ্যে ৬ জন প্রিজাইডিং অফিসার সাহায্যে ভোটের কার্যক্রম শুরু হয়।

নিবার্চন চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম,মাহবুবুর রহমান,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,ইউপি সদস্য মিজানুর রহমান।

 

এ জাতীয় আরও খবর