বৃহস্পতিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৭শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে সমীহ কুম্বলের

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শেষ দুটি টেস্ট সিরিজেই দাপট দেখিয়েছে ভারত। সেপ্টেম্বর-অক্টোবরে তিন টেস্টের সিরিজে নিউজিল্যান্ডকে করেছে হোয়াইটওয়াশ। এরপর নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ জিতেছে ৪-০ ব্যবধানে।

আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে একমাত্র টেস্টে বাংলাদেশকে আতিথ্য দেবে ভারতীয় দল। নিজেরা দারুণ ফর্মে থাকলেও হায়দরাবাদ টেস্টে সদ্য নিউজিল্যান্ড সফর করে আসা বাংলাদেশকে সমীহই করছেন ভারতের কোচ অনিল কুম্বলে।

হায়দরাবাদে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কুম্বলে বলেছেন, ‘খুব উন্নত একটা দল এটি। তারা নিউজিল্যান্ডে ভালো একটা সফরে করে এসেছে, যদিও ফলাফল ভিন্ন ছিল। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। বাংলাদেশের কিছু দারুণ খেলোয়াড় আছে, ভালো অলরাউন্ডার আছে। সুতরাং, এটা উপভোগ্য একটা লড়াই হতে যাচ্ছে।’

ইংল্যান্ড সিরিজে যেখানে শেষ হয়েছে, বাংলাদেশের বিপক্ষে সেখান থেকেই শুরু করতে চান ভারতীয় কোচ, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা যেখানে শেষ করেছি, সেখান থেকে ধারাবাহিকতা ধরে রাখতে চাইব। এখন পর্যন্ত হোম মৌসুমটা দারুণ কাটছে। সেখান থেকে আমরা আত্মবিশ্বাস নিতে চাই। এই টেস্টের পর আমাদের আরো কিছু টেস্ট আছে। মোমেন্টাম ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দিকে তাকান, ওরা সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সত্যিই খুব ভালো করেছে।’

বাংলাদেশের বিপক্ষে আলাদা পরিকল্পনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন কুম্বলে। তবে বাংলাদেশকে হারিয়ে তার দল জয়ের ধারা ধরে রাখবে বলেই বিশ্বাস করেন টেস্ট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়া প্রাক্তন ভারতীয় স্পিনার।