বৃহস্পতিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৭শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানা চালুর  ৯ঘন্টা পর আবারো উৎপাদন ব্যাহত

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭

নিজস্ব প্রতিবেদক দুই মাস বন্ধ থাকার পর চালু হওয়ার ৯ ঘন্টার মধ্যে আবারো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ (ব্যাহত) হয়ে গেছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গ্যাসের চাপ কমে যাওয়ার কারনে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে গেল বছরের ১৭ ডিসেম্বর কারখানার এ্যমোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারনে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর নানান যন্ত্রাংশ পরিবর্তন করে ৫৪ দিন বন্ধ থাকার পর কারখানাটিতে উৎপাদন চাল হয়।

কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।

কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি জানান, সকালে কারখানাটি প্রায় দুই মাস বন্ধ থাকার পর চালু করা হয়। বিকেলে গ্যাসের চাপ হঠাৎ করেই কমে যায়। এক পর্যায়ে গ্যাসের চাপ কমতে কমতে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

তবে কারখানার এ্যমোনিয়া প্লান্ট চালু আছে গ্যাস সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে আবারো কারখানাটিতে ইউরিয়া উৎপাদন চালু হয়ে যাবে। তবে কি কারনে গ্যাসের চাপ কমে গেছে তা জানাতে পারেন নি তিনি।