রবিবার, ২৩শে এপ্রিল, ২০১৭ ইং ১০ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে জেলা প্রশাসকের সাথে তৃণমূলের ভিডিও কনফারেন্স

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সাথে তৃণমূলের জনপ্রতিনিধিদের সরাসরি ভিডিও কনফারেন্স হয়েছে। বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে উপজেলা বিভিন্ন দফতরের প্রধানদের সাথে সরকারের উন্নয়নমূলক সকল কর্মকান্ড নিয়ে কথা বলেন জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান। কাজের খুঁজ খবরের পাশাপাশি জেলা প্রশাসক বিভিন্ন জন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের ও আশ্বাস দেন। জেলা প্রশাসক অংশ গ্রহনকারী সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করে সারা বাংলাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রথম বারের মত অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে সরাসরি বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক মোঃ মোজাম্মেল হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, চুন্টা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া ও সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বদর উদ্দিন।