বৃহস্পতিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৭শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ভ্যাট আইন বাস্তবায়নে এনবিআর অনড়

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : ভ্যাট আইন বাস্তবায়নে ‘ফাইনাল খেলা’র ঘোষণা দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। আজ বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ভবনে ভ্যাট অনলাইন প্রোজেক্টের সম্মেলন কক্ষে ‘ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট ২০১২’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

দিনব্যাপী এই কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের ৪০জন অর্থনৈতিক রিপোর্টার অংশ নিচ্ছেন। আরো উপস্থিত ছিলেন ইকোনোমিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে উঠেছে। ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে পারলে সমাজ উপকৃত হবে। এটি একটি সামাজিক আন্দোলন। এর আগে আমরা সেমিফাইনাল খেলেছি। কোয়ার্টার ফাইনাল খেলেছি। এবার হবে ফাইনাল খেলা।

২০১৭ সালের ১ জুলাই থেকেই নতুন ভ্যাট আইন কার্যকর হবে বলে জানান তিনি। বলেন, এ জন্য এনবিআর জাতির প্রয়োজনে নিজেকে প্রস্তুত করেছে। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে জিডিপিতে শতকরা ১ দশমিক ৫ শতাংশ অবদান রাখতে পারবে এনবিআর। আমরা জনগণকে ভ্যাট আইন অবহিত করতে চাই। এক্ষেত্রে সাংবাদিকরা বড় ভূমিকা পালন করতে পারে।