বৃহস্পতিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৭শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ফের বাড়লো স্বর্ণের দাম

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : প্রায় এক মাসের ব্যবধানে চলতি বছর দ্বিতীয়বারের মতো দেশের বাজারে সোনার দাম বাড়লো। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাংলাদেশে প্রতি ভরিতে ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে দেশের বাজারে দাম নির্ধারণ করা হয়েছে বলে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। এর আগে, স্বর্ণের দাম বাড়ে চলতি বছরের ১৪ জানুয়ারি।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৬৫ টাকা দরে। চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে ০৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ মানের স্বর্ণ ভরিপ্রতি বিক্রিয়মূল্য ছিল ৪৬ হাজার ৭৩ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম ৯৯২ টাকা বাড়লো।

২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪৪ হাজার ৩২ টাকার বদলে বিক্রি হবে ৪৪ হাজার ৯৬৫ টাকা দরে। এ মানের স্বর্ণে ভরিপ্রতি ৯৯২ টাকা বেড়েছে। আর ১৮ ক্যারেটের স্বর্ণ ৯৯২ টাকা বেড়ে প্রতি ভরি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৪৮৩ টাকা। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা।

আর সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ৫৮৩ টাকা বেড়ে হয়েছে ২৫ হাজার ৬৬১ টাকা। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ২৫ হাজার ৭৮ টাকা। তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম বর্তমানে এক হাজার ১০৮ টাকা।