দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে প্রায় উঠেই গিয়েছিল শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক : চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে চাপা পড়েছে সফরকারী শ্রীলংকা। স্বাগতিকদের দেয়া ৩৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪০ রানে হেরেছে শ্রীলংকা।
মঙ্গলবার রাতে কেপ টাউনে টস জিতে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসিস, ডি ভিলিয়ার্স এবং ডি ককের দারুণ ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৩৬৭ রান করে দক্ষিণ আফ্রিকা।
ডু প্লেসিস ১৪১ বলে ১৮৫ রানের দুর্দন্ত ইনিংস খেলেন। এছাড়া ডি ভিলিয়ার্স ৬৪ এবং ডি কক ৫৫ রান করেন।
৩৬৮ রানের পাহাড় তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল শ্রীলংকা। ৩০৭ রান পর্যন্ত চার উইকেট হারিয়েছিল। তবে এরপরই প্রোটিয়া বোলারদের সামনে আর দাঁড়াতে পারেনি সফরকারীরা।
শেষ পর্যন্ত ৩২৭ রানে অলআউট হয় শ্রীলংকা। শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ১১৯ রান করেন উপল থারাঙ্গা। চার বছর পর জাতীয় দলের হয়ে সেঞ্চুরি করেন এ ওপেনার।
৫ ম্যাচের সিরিজ ৪-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ের ফলে অস্ট্রেলিয়াকে টপকে আইসিসির র্যাংকিংয়ে শীর্ষে চলে এসেছে ডি ভিলিয়ার্স বাহিনী।