আন্তর্জাতিক ডেস্ক : সব জল্পনা-কল্পনা ও জনমত জরিপকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তারপরও এখনও নিবু নিবু করে জ্বলছে হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা। আর এমনটা হলে পৃথিবীর সবচেয়ে বিষ্ময়কর ঘটনা হবে সেটি। তবে ট্রাম্প বলেই জল্পনাটা মাথাচড়া দিয়ে উঠছে বেশি।
আগে আলোচনা করে নেওয়া ভালো মার্কিন নির্বাচন পদ্ধতি। মার্কিন নির্বাচনে জনগণ ভোট দিলেও প্রার্থীর জয় পরাজয় নির্ভর করে ইলেক্টোরাল ভোটের ওপর। কোনো রাজ্যে যে প্রেসিডেন্ট প্রার্থী বেশি ভোট পান সেই রাজ্যের সব ইলেক্টোরাল ভোট সেই প্রার্থীর মনোনীত ইলেক্টোরাল কলেজের পকেটেই জমা হয়। আমেরিকার ৫০ রাজ্যে ৪৩৫টি ইলেক্টোরাল ভোটের পাশাপাশি ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার থেকে ৩টি ইলেক্টোরাল ভোট নিয়ে মোট ৪৩৮টি। এর বাইরে ১০০ জন সিনেটরের ভোট। সব মিলিয়ে ৫৩৮ ইলেক্টোরাল ভোট। তবে প্রেসিডেন্ট নির্বাচনের সময় সিনেটের এক-তৃতীয়াংশ আসনেরও নির্বাচন অনুষ্ঠিত হয়। কারণ প্রতি দুই বছর অন্তর সিনেটের এক-তৃতীয়াংশ আসন খালি হয়। এবার যেমন ৩৪টি আসনে সিনেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত