টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।
ঘটনায় এ পর্যন্ত নিহত ২১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম তদন্ত কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে গাজীপুর জেলা পরিষদে এ তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার সকালে ট্যাম্পাকো নামে একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে বলে জানান জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.রফিকুজ্জামান। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট।
এদিকে সকাল সাড়ে ১১টা নাগাদও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডে পাঁচ তলা কারখানা ভবনের দুটি ফ্লোর আংশিক ধসে গেছে।