নিউজ ডেস্ক : গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় ট্যাম্পাকো পুটিং লিমিটেড নামক পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রায়হেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বদিউজ্জামানকে। আগামী ১০ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শনিবার ভোর ৬টার দিকে পাঁচতলা ভবনের এই কারখানায় বয়লার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট বেলা ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
আগুনে এখন পর্যন্ত দুই নারী ও এক শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।