আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আগামীকাল থেকে শুরু হচ্ছে পুনিয়াউট বাইপাশ কোরবানির পশুর হাট। ১০/১১/১২ ইং তারিখ পর্যন্ত চলবে এই হাট। কিন্তু আজ সকাল থেকেই হাটে পাইকাররা গরু নিয়ে আসতে শুরু করেছে। ক্রেতারা দেখতে আসছে পছন্দের গরু, করছে দাম -দর। তবে এবার পৌরসভার এটি একমাএ হাট হওয়াতে ক্রেতা সমাগম অনেক ভাল হবে বলে অনেকের ধারণা। তবে পৌর কতৃপক্ষ এবার নতুন অবস্হায় গরুর বাজার পুনিয়াউটে বসাতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে। তাই সবদিক চিন্তা করে বিক্রিত গরুর উপর পৌরকতৃপক্ষ নূন্যতম( রওনা) নির্দারন করেছে। কিন্তু বাজারে সার্বিক পরিস্হিতি অনেক গোচানো অবস্হায় তৈরী করা হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায় যে দূর দূরান্ত পাইকাররা ইতিমর্ধ্যে বাজারে অনেক গরুর নিয়ে আসতে শুরু করেছে। পৌরকতৃপক্ষ বাজারে নিরাপওা যথেষ্ট ভাল ব্যবস্হা করেছে। পুলিশ, আনসার, পৌর কতৃপক্ষের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অধিকাংশ কর্মচারী বাজারে সার্বিক নিরাপওার দায়িত্বে আছেন। খোলামেলা জায়গায় হওয়াতে বিক্রেতারা এবার যথেষ্ট সাধ ছন্দে আছেন।