নিজস্ব প্রতিবেদক : দুর্ভোগ মাথায় নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ। ভোগান্তি যেন পিছু ছাড়ছে না। মাটির টানে সকাল থেকে মহাসড়কে জনস্রোত নামলেও, ভয়াবহ যানজটে নাস্তানাবুদ, ঘরে ফেরা মানুষ।
কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে, যানবাহন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের সারি। তবে ভোগান্তি খুব একটা নেই রেল ও নৌপথে। মোটামুটি সঠিক সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন ও লঞ্চ। সবখানেই বাড়ির পানে ছুটে যাওয়া মানুষের জটলা।
কারণ, শুরু হয়ে গেছে ছয় দিনের ঈদের ছুটি। ঈদ যাত্রার এই পর্বে সবচেয়ে বেশি ভোগান্তিতে সড়ক পথের যাত্রীরা। অনেক মহাসড়কে থেমে থেমে এগুচ্ছে গাড়ি। কোথাও কোথাও থমকে আছে, যানবাহনের চাকা। বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়া পথে চন্দ্রা মোড় ঘিরে আছে শত শত বাস।