আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামের কৃতি সন্তান অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মফিজ উদ্দিন আহমেদের পিতা মোঃ নুরউদ্দিন আহমেদের নামে একটি পাঠাগার ও মনন চর্চা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকালে অত্যন্ত উৎসবমূখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এই পাঠাগারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন একটি এলাকার প্রাণ হল লাইব্রেরী তথা গ্রন্থগার। নুরউদ্দিন আহমেদের নামে পাঠাগার ও মনন চর্চা কেন্দ্র থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে বর্তমান প্রজম্ম নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে। প্রতিষ্ঠাতা মোঃ নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব ও কথা সাহিত্যিক মফিজ উদ্দিন আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন,সাবেক উপ-সচিব মিজবাহ উদ্দিন আহমেদ,গোর্কণ ইউপি চেয়ারম্যান হাসান খান,সাবেক ইউপি চেয়ারম্যান এম এ হান্নান,ব্রিটেনিয়া ইউনিভারসিটির চেয়ারম্যান সৈয়দ মোঃ এহসান,অধ্যাপক রমজান আলী,প্রভাষক মাইনুদ্দিন রানা,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সফিউদ্দিন,প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী,যুবলীগ নেতা আমিনুল ইসলাম বেলায়েত,বসির আল-হেলাল,ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন রানা,এডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,ব্রাহ্মণশাসন সমাজ কল্যান পাঠাগারের সভাপতি শফিকুল ইসলাম,কাওসার আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন্।