আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘পাগলাটে’ এবং প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাঁর চেয়ে ভালো নেতা বলায় ওবামা ট্রাম্পের এই সমালোচনা করেন।
লাওস সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা সেখানে এক বক্তৃতায় এ কথা বলেন। দক্ষিণ এশিয়ার জাতিগুলোর সহযোগিতা জোট আসিয়ানের সম্মেলন উপলক্ষে লাওসে গেছেন ওবামা।
লাওসে বারাক ওবামা বলেন, প্রতিটি কথার মাধ্যমে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বুছিয়ে দিচ্ছেন তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।
এর আগে গত বুধবার এক টেলিভিশন অনুষ্ঠানে পুতিনের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টের চেয়ে অনেক ভালো নেতা। তিনি আরো বলেন, নিজ দেশে পুতিনের গ্রহণযোগ্যতা ৮২ শতাংশ। দেশের ওপর তাঁর ভালো নিয়ন্ত্রণ আছে।
ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, পুতিন তাঁকে প্রতিভাবান বললে তিনি একে প্রশংসা হিসেবেই নেবেন।
লাওসের আগে জি-২০ সম্মেলন উপলক্ষে চীনে গিয়েছিলেন বারাক ওবামা। চীন ও লাওসে কূটনৈতিক দায়িত্ব পালনের কথা উল্লেখ করে ওবামা বলেন, গত আট-নয় বছরে বিদেশি নেতাদের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। কোনো কথা বলতে গেলে আগে থেকে বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে হয়। কথা বলার সময় খেয়াল রাখতে হয় তা যেন নীতির মাধ্যমে বাস্তবায়ন করা যায়।
এদিকে মার্কিন জেনারেলদের অপমান করায় ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন হিলারি ক্লিনটন।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্যের কথা উল্লেখ করে হিলারি ক্লিনটন বলেন, দেশের কাজে জীবনের বড় অংশ ব্যয় করা মানুষদের নিয়ে ট্রাম্প এভাবেই কথা বলেন।