নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর রেলগেট এলাকার বিসিক শিল্পনগরীতে টমপ্যাকো গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণে ১৯ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে নারী শ্রমিকও রয়েছে।
যমুনা টিভি জানাচ্ছে এই ঘটনায় আরো শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় আশেপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।
বিস্ফোরণে চারত তলা ভবনের একাংশ ধ্বসে গেছে।
কারখানার ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট।
ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কারণ রাতের শিফটে অনেক শ্রমিক কারখানায় কাজ করছিলেন।
আহত ২০ জনকে মুমূর্ষ অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত লোকদের জন্য দমকল কর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছে। তাদের অভিযোগ পুলিশ দুর্ঘটনাস্থলে এসে এলাকার নিয়ন্ত্রণ নিলে তাদের কাজ সহজ হতো। তবে স্থানীয় কিছু লোকজন দমকল কমর্েিদর সাহায্য করছে।
স্থানীয় এক শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, সরকারী ছুটির হিসেবে বৃহস্পতিবার রাতেই সব শ্রমিকের ছুটি ও কারখানা বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে কারখানা মালিকের চাপেই শ্রমিকরা শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত কাজ করছিলো।