১২ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ২৮শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


টঙ্গীতে নিহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক


Amaderbrahmanbaria.com : - ১০.০৯.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোকবাণীতে রাষ্ট্রপতি নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রাষ্ট্রপতি দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করে বাণীতে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন নিহত পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দেন, সেই কামনা করি।

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে শনিবার ভোর ৬টার দিকে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ভয়াবহ আগুন কারখানা ভবনের সর্বত্র ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনও ভবনের ভেতরে অনেকে আটকে পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close