বিনোদন ডেস্ক : বড় হচ্ছে আরাধ্য। এবার একটু একটু করে তাকে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান মা ঐশ্বরিয়া রাই বচ্চন।
এ কারণে গণেশ চতুর্থীর দিন আরাধ্যাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের একটি জনপ্রিয় পুজো মণ্ডপে। সঙ্গে ছিলেন ঐশ্বর্যার মা বৃন্দা ও ভাই আদিত্য রাই। মণ্ডপে পৌঁছে আরতি করেন বচ্চন বধূ। আরধ্যাও নাকি গণেশ বন্দনার মন্ত্র বলেছে।
সাদা সালোয়ার কামিজে ঐশ্বরিয়াও হলুদ-গোলাপী ঘাগরা চোলিতে আরাধ্যার সাজের মধ্যেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। এর আগে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, পুরো গায়ত্রী মন্ত্র জানে আরধ্যা। এবার গণেশ আরতিতেও মায়ের সঙ্গে সামিল হল জুনিয়র বচ্চন।
বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠের কথায়, ‘আরাধ্যার এখন চার বছর বয়স। এক বছর আগে থেকেই ঐশ্বরিয়া ওকে গণেশ বন্দনার মন্ত্র শিখিয়েছে। আরাধ্যা প্রায় পুরোটাই জানে এখন। এমনকী গণেশ চতুর্থীর আগে নানি বৃন্দা রাইয়ের সঙ্গে লাড্ডুও তৈরি করেছে।’
সব মিলিয়ে পরিবারের কনিষ্ঠ সদস্যকে সব দিক থেকে পারদর্শী করতে তৎপর বচ্চনরা।