১২ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ২৮শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » কারখানায় আটকা পড়েছেন ৩ শতাধিক শ্রমিক


কারখানায় আটকা পড়েছেন ৩ শতাধিক শ্রমিক


Amaderbrahmanbaria.com : - ১০.০৯.২০১৬

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে কারখানার ভেতরে তিন শতাধিক শ্রমিক আটকা পড়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ খবর জানা গেছে।

এলাকাবাসী জানায়, কারখানাটিতে তিন শিফটে ২১শ লোক কাজ করেন। প্রতি শিফটে ৭শ জন। ভোর সোয়া ছয়টায় যখন আগুন লেগেছে তখন নাইট শিফট মাত্র শেষ হয়ে সকালের শিফট শুরু হয়েছে। আগুন লাগার পর অধিকাংশ শ্রমিক বের হতে পারেননি।

স্থানীয় ব্যবসায়ী আজিজ উদ্দিন বলেন, বয়লার যখন ব্লাস্ট হয়েছে এমন বিকট আওয়াজ হয়েছে যে, আমরা ভেবেছিলাম ব্রিজ ভেঙে পড়েছে। পরে দেখি পাঁচতলা কারখানাটি ভেঙে পড়েছে। ধারণা করছি, তিনশোর বেশি শ্রমিক ভেতরে আটকা পড়েছে।

শনিবার ভোরে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close