নিউজ ডেস্ক : টঙ্গীর বিসিক শিল্পনগরীতে কারখানায় বয়লার বিস্ফোরণে সৃষ্ট আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে। আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল সোয়া ৯টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
কিন্তু এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে আশপাশের পুরো এলাকা। কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ২৩টি ইউনিট কাজ করছে। তারপর বেশ হিমশিম খেতে হচ্ছে তাদের।
টাম্পাকো ফয়েলস লিমিটেড নামের ওই কারখানায় শনিবার সকাল ৬টায় বিস্ফোরণটি ঘটে। দ্রুত সে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। নিহত হয় ২২ জন। আহত হয়েছেন শতাধিক। তাদের টঙ্গী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। বিষ্ফোরণের ফলে পাঁচ তলা ভবনের ওই কারখানার ধসের সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে ভবনটি।
টাম্পাকো ফয়েলস লিমিটেড নামের কারাখানাটিতে আজই বেতন ও ঈদ বোনাস দেয়ার কথা ছিল। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।